Site icon Jamuna Television

ইরাকে ইসলামের প্রথম দিকের মাটির মসজিদ আবিষ্কার

ছবি: সংগৃহীত।

৬৭৯ খ্রিস্টাব্দ বা ৬০ হিজরি বর্ষে নির্মিত একটি মাটির মসজিদ আবিষ্কৃত হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ধি কার গভর্নরেটে ওই মসজিদের সন্ধান পায় ব্রিটিশ ও স্থানীয় প্রত্নতাত্ত্বিক দল। আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল-রাফা’ই শহরে আবিষ্কৃত মসজিদটি একটি আবাসিক এলাকার মাঝখানে অবস্থিত। মসজিদটি প্রায় আট মিটার (২৬ ফুট) চওড়া এবং পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা। সেখানে ২৫ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন বলে ধারণা করা হচ্ছে।

গভর্নরেটের তদন্ত ও খনন বিভাগের প্রধান আলী শালঘাম এই আবিষ্কারকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেছেন। কারণ ইসলাম প্রচার শুরুর সময়ের এই মসজিদটি সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি।

শালঘামের মতে উমাইয়া যুগের প্রথম দিকের বেশকিছু প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান আবিষ্কৃত হয়েছে। তবে ক্ষয়ের কারণে সেসব প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান থেকে ইসলামের সেই সময়ের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version