Site icon Jamuna Television

নিষ্প্রাণ কাটলো পশ্চিমা বিশ্বের ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা

ছবি: সংগৃহীত

খানিকটা নিষ্প্রাণভাবেই কাটলো পশ্চিমা বিশ্বের ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা। করোনার চতুর্থ ঢেউয়ের হানায় এমন পরিস্থিতি অঞ্চলটিতে

শুক্রবার (২৭ নভেম্বর) বিশাল মূল্যছাড়ের এই দিনটিতে ছিল না ক্রেতাদের স্বাভাবিক উন্মাদনা।

অনলাইন মাধ্যমেই কেনাকাটা সেরেছেন বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্রে কেনাকাটায় কিছুটা উৎসাহ দেখা গেলেও ইউরোপে খুব একটা জমেনি ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা। সে তুলনায় লাতিন দেশগুলোর কেনাকাটায় ছিল উৎসবের আমেজ।

মার্কেটে ব্লাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটা করতে আসা একজন বলেন, অনেক কম ভীড় এবার। মনেই হচ্ছে না আজ ব্ল্যাক ফ্রাইডে। এই দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত ছিল।

ব্লাক ফ্রাইডেতে এমন দৃশ্য দেখে আরেকজন বলেন, ব্ল্যাক ফ্রাইডের সকালে এমন ফাঁকা দোকানপাট দেখে অবাক হয়েছি। আসার আগে মনে হয়েছিল ঘণ্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু এসে একেবারেই ভিন্ন চিত্র দেখতে পেলাম।

Exit mobile version