Site icon Jamuna Television

পেরুতে হাজার বছরের পুরোনো মমির সন্ধান

ছবি: সংগৃহীত

হাজার বছরের পুরোনো একটি মমির সন্ধান মিলেছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। সম্প্রতি মাটির নীচ থেকে উদ্ধার করা হয় মানুষের মমিটি।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, কমপক্ষে ৮শ’ থেকে ১২শ’ বছরের পুরোনো এটি। অর্থাৎ ইনকা সভ্যতার আগের। মাটির তলদেশে প্রাপ্তবয়স্ক মানুষের এই মমিটি ছিলো ভ্রুণের মতো। রাখা ছিলো বাঁধা অবস্থায়। তবে কি কারণে এভাবে রাখা হয় সে সম্পর্কে স্পষ্ট কোন ধারণা মেলেনি।

দেহাবশেষটির চারপাশে মিলেছে পাত্র ও সিরামিকসের বিভিন্ন জিনিসপত্র। গবেষকদের প্রত্যাশা, ইতিহাসের আরও অনেক নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে এখান থেকে।

পেরুর প্রত্নত্ত্ববিদ পিটার ভ্যান ডালেন লুনা বলেন, সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, দেহাবশেষটির গোটা শরীর দড়ি দিয়ে পেঁচানো ছিলো। হাতটা রাখা ছিলো মুখের কাছে। ধারণা করছি এটি হয়তো সেই সময়ে শেষকৃত্যের বিশেষ নিয়ম ছিলো। সেই সময়কার সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করছি আমরা।

Exit mobile version