Site icon Jamuna Television

স্বাধীনতা পুরস্কার পেলেন ১৮ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় জীবনে গৌরবজ্জল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সন্মাননা স্বাধীনতা পুরস্কার ২০১৮।

এর মধ্যে স্বাধীনতা ‍ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার ১২ জনকে দেয়া হয়েছে এ সম্মাননা। এরা হলেন- কাজী জাকির হাসান (মরণোত্তর), বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), শংকর গোবিন্দ চৌধুরী (মরণোত্তর), অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম, এম আব্দুর রহিম (মরণোত্তর), ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর), আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), সার্জেন্ট জহরুল হক (মরণোত্তর) ও আমজাদুল হক। এ ছাড়া চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য অধ্যাপক ডা. এ কে এম ডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন ও খাদ্য নিরাপত্তায় অবদানের জন্য ড. মো. আব্দুল মজিদ পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এবার সংস্কৃতিতে আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজ পাচ্ছেন সন্মাননা।

Exit mobile version