Site icon Jamuna Television

সাউদাম্পটনকে উড়িয়ে দিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে জায়ান্ট লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। জোড়া গোল করেন ডিয়েগো জটা। একটি করে গোল করেন থিয়াগো আলকান্ত্রা ও ভার্জিল ভ্যান ডাইক।

অ্যানফিল্ডে ম্যাচের দুই মিনিটেই ডিয়েগো জটার গোলে লিড নেয় অলরেডরা। এরপর অফসাইডে বাতিল হয় সাদিও মানের গোল। তবে ৩২ মিনিটে সালাহ’র অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন জটা। ৩৭ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন মিডফিল্ডার থিয়াগো আলকান্ত্রা। ৫২ মিনিটে কর্নার থেকে আসে চতুর্থ গোল। লিভারপুলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ভার্জিল ভ্যান ডাইক।

আরও পড়ুন: শেষ মুহূর্তের দুই গোলে জিতলো বার্সা

প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ শেষে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

Exit mobile version