Site icon Jamuna Television

মিল্কশেক খেতে খেতে ক্রিসমাসের শপিং করলেন বাইডেন

পরিবার নিয়ে ক্রিসমাসের কেনাকাটা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ম্যাসাচুসেটসে স্থানীয় সময় রাতে একটি শপিংমলে ক্যামেরাবন্দি হন তিনি।

মিল্কশেক খেতে খেতে ঘুরে বেড়ান ননটাকেটের বিভিন্ন দোকানে। নিজের ও পরিবারের সদস্যদের জন্য কেনেন জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র। কেনাকাটা শেষে গির্জায় যান মার্কিন প্রেসিডেন্ট।

থ্যাংকসগিভিংয়ের ছুটি কাটাতে সপরিবারে ম্যাসাচুসেটস আইল্যান্ডে আছেন বাইডেন। সেখানে তিনি থাকছেন তার ধনকুবের বন্ধুর বিশাল এক রিসোর্ট ভাড়া নিয়ে।

Exit mobile version