Site icon Jamuna Television

ইতালির উপকূল থেকে উদ্ধার ৪৬১ অভিবাসন প্রত্যাশী

ইতালির সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৪৬১ জন অভিবাসন প্রত্যাশীকে। শনিবার (২৮ নভেম্বর) বেসরকারি সংস্থা সি ওয়াচ উদ্ধার করে তাদের।

ভূমধ্যসাগরে বেশ কিছুদিন ভেসে থাকার পর আপাতত ওই অভিবাসন প্রত্যাশীদের ঠাঁই হয়েছে অগাস্টা বন্দরে। অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে ৭টি আলাদা অভিযান পরিচালনা করেছে এনজিও সি ওয়াচ।

কর্তৃপক্ষ জানায়, ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল অভিবাসী দলটি। শুক্রবারই অগাস্টা বন্দরে পৌঁছালেও করোনা পরীক্ষার জন্য সময় নেয়া হয়।

প্রসঙ্গত, তিন দিন আগেই ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ যায় ২৭ অভিবাসন প্রত্যাশীর।

Exit mobile version