Site icon Jamuna Television

করোনা বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

করোনা বিধিনিষেধ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার (২৭ নভেম্বর) দেশটির দুই শহরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সহিংসতা হয় বিক্ষোভকারীদের।

আরোপিত বিধিনেষেধ তুলে নেয়ার দাবিতে মার্টিনিক ও গুয়াদেলোপ শহরে রাজপথে জড়ো হন কয়েকশ মানুষ। পুলিশি বাধার মুখে পড়লে একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

গুরুতর আহত হয় পুলিশ ও সাংবাদিকসহ ৮ জন। এছাড়াও পেট্রোল পাম্প, এটিএম বুথসহ রাস্তায় পার্ক করা গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৯ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক ও করোনার বিধিনিষেধ আরোপের ঘটনায় কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছেন ফরাসিরা।

Exit mobile version