Site icon Jamuna Television

আবরার খুনের মামলায় রায় হচ্ছে না আজ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হচ্ছে না আজ। আদালত বলছেন, রায় প্রস্তুতে আরও সময় প্রয়োজন। রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ঘোষণা করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান পরবর্তী এ তারিখ ঘোষণা করেন।

গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলার ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ৪ মার্চ। ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতেন একটি ফেসবুকে পোস্টের জেরে হলের কক্ষে আটকে রেখে নির্যাতন করে খুন করা হয় আবরারকে। ওই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২১শে জানুয়ারি তা আমলে নেন আদালত। ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে গঠন হয় অভিযোগ। তবে করোনার অচলাবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন আর বিচারকের প্রতি আসামিপক্ষের অনাস্থার মতো কারণে বিচার বিলম্বিত হয়েছে বার বার।

Exit mobile version