Site icon Jamuna Television

হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত শনিবার রাতে অসুস্থ হওয়ায় আজ (২৮ নভেম্বর) সকালে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি।

আরও পড়ুন: ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে আইন চায় হেফাজত

জানা গেছে, অতিমাত্রায় দুশ্চিন্তা ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাবেই স্ট্রোক করেন মাওলানা নূরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, নূরুল ইসলামকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Exit mobile version