Site icon Jamuna Television

বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো ও নীতিগত সুবিধা নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে তিনি এ আহ‌বান জানান। বলেন, বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো ও নীতিগত সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১। ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

গণভবন থেকে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে ৫৪টি দেশের বিনিয়োগকারীরা এই সামিটে অংশ নিচ্ছেন। ভার্চুয়াল মাধ্যমে দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের কাতারে ওঠা বাংলাদেশ এখন যেকোনো বিনিয়োগের জন্য প্রস্তুত।

আরও পড়ুন : বিরোধী দলের কাছে টাকা পাচারকারীদের তালিকা চাইলেন অর্থমন্ত্রী

Exit mobile version