Site icon Jamuna Television

ওমিক্রন নিয়ে নির্দেশনা দিতে বিদেশ যাওয়ার মাঝপথেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সুইজ্যারল্যান্ডে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েও মাঝপথে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে করণীয় ঠিক করতে সরকারি প্রোগ্রামে রওনা দিয়েও মাঝপথে দুবাই থেকে আরেকটি ফ্লাইটে রাত ১১ টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে তিনি খুব দ্রুতই জাতীয় পরামর্শক কমিটির সাথে জরুরি বৈঠক করবেন বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসারের নামোল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version