Site icon Jamuna Television

কর্মী-সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনী মারধর করছে, অভিযোগ নৌকার প্রার্থীর

আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্রে ধীর গতির ইভিএম মেশিন ব্যবহারের অভিযোগ তুলেছেন কালিয়াকৈর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাসেল।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় চান্দরা আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ‘তালা’ প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আটক আলাউদ্দিন, ৬ মাসের কারাদণ্ড

নৌকার প্রার্থী রাসেল বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকা সমর্থক ও কর্মীদের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মারধর করছে। তারা কর্মীদের ভোট কেন্দ্রগুলোতে দাঁড়াতে দিচ্ছে না। এছাড়া যেসব কেন্দ্রে নৌকার ভোট বেশি সেখান ইভিএম মেশিন ধীর গতি করা হয়েছে। ফলে ভোটাররা কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছেন না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত এসব সমস্যা সমাধান করা না হলে, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত তিনি।

Exit mobile version