Site icon Jamuna Television

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের সংসদ সদস্য

ছবি: সংগৃহীত।

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের এক সদস্য। তার এই কাজের কথা ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এরপরই প্রশংসায় ভেসে যাচ্ছেন নিউজিল্যান্ডের ওই রাজনীতিক।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম পার্থ নাউ জানিয়েছে, পার্লামেন্টের সদস্য ওই নারীর নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী রোববার (২৮ নভেম্বর) ভোর তিনটার সময় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্ম দেয়ার আগে বাড়ি থেকে হাসপাতালে প্রসবযন্ত্রণা সহ্য করেই সাইকেল চালিয়ে গেছেন। নিজের প্রথম সন্তানের জন্ম দিতেও একই ভাবে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

সন্তান জন্মের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন জুলি। তিনি লিখেছেন, রোববার ভোর তিনটায় আমাদের পরিবারে নতুন অতিথি এসেছে। বাড়ি থেকে যখন বের হই, বেশ যন্ত্রণা হচ্ছিল। ভাবছিলাম, হাসপাতালে পৌঁছতে পারব কি না। কিন্তু ১০ মিনিট দেরি হলেও পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে। বাচ্চা এবং আমার দু’জনের শরীরই ভাল রয়েছে।

Exit mobile version