Site icon Jamuna Television

সনদ গলায় ঝুলিয়ে ঝাড়ুমিছিল

রাজশাহী ব্যুরো

চাকরিতে কোটা পদ্ধতি সংস্কাসহ ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে।

আজ রোববার সকাল দশটায় গলায় সনদপত্র ঝুলিয়ে হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের এই আন্দোলনে হাজারো শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ‘সাবাস বাংলাদেশ’এর সামনে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগের ৫৬ শতাংশ কোটা ৩য় ও চতুর্থ শ্রেণির ক্ষেত্রে কোটা ৭০ শতাংশেরও বেশি। সে কারণে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। একই সাথে ঢাকায় আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদ জানান তারা।

Exit mobile version