Site icon Jamuna Television

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, এবার অস্ট্রেলিয়ায় ২ জন শনাক্ত

ছবি: সংগ্রিহিত।

এবার অস্ট্রেলিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২ জন। আজ রোববার (২৮ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সিডনিতে আসা ২ যাত্রী ওমিক্রন ভ্যারিয়েন্ট পজিটিভ হয়েছেন।

এনএসডাব্লিউ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দু’জনের শরীরে কোনো উপসর্গ ছিল না। তারা করোনার দুইডোজ টিকা নিয়েছেন এবং বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। দেশটিতে দক্ষিণ আফ্রিকা ফেরত আরও ১২ যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া, আরও প্রায় ২৬০ জন যাত্রী ও বিমানকর্মীকে কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ওমিক্রন প্রতিরোধে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়াতে শনাক্ত ব্যক্তিদের মাধ্যমে ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্ট আরও কঠিন রূপ ধারণ করতে পারে। দক্ষিণ আফ্রিকায় প্রথম আবিষ্কৃত ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে শনাক্ত হয়েছে।

Exit mobile version