Site icon Jamuna Television

৭.৫ মাত্রার ভূমিকম্প পেরুতে

প্রতীকী ছবি।

পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।  খবর সিএনএন ।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) সকালে পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১১২ কিলোমিটার।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আমাজন রেইনফরেস্ট অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে । 

এখন পর্যন্ত এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

Exit mobile version