Site icon Jamuna Television

সু চির বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার; পেতে পারেন দীর্ঘমেয়াদি শাস্তি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে সামরিক আদালতে দায়ের করা বিভিন্ন মামলার প্রথম রায় ঘোষণা হবে মঙ্গলবার। এই রায়ে কয়েক দশক বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড পেতে যাচ্ছেন তিনি। এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।

আজ রোববার (২৮ নভেম্বর) থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন- তার বিরুদ্ধে ভোট জালিয়াতি, দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন এবং লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দোষী প্রমাণিত হলে কঠোর সাজা ভোগ করতে হবে তাকে। তবে, বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে যে মামলা, সেটি প্রমাণিত হলে তিন বছর কারাভোগ করতে হবে ৭৬ বছর বয়সী এ রাজনীতিককে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় মিয়ানমার সেনাবাহিনী। গৃহবন্দি রাখা হয় দেশটির সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা এবং নোবেল পুরষ্কার বিজয়ী সু চিকে। তার প্রতিবাদে হওয়া বিক্ষোভে প্রাণ হারান ১২শ’র বেশি মানুষ। বন্দি হন কমপক্ষে ১০ হাজার।

Exit mobile version