Site icon Jamuna Television

পিরোজপুরে লঞ্চের সাথে ট্রলারের ধাক্কা, নিহত-১

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢাকাগামী লঞ্চের সাথে ট্রলারের ধাক্কায় আব্দুর রশিদ নামে ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। রোববার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৬৫) এর বাড়ি জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাাটা গ্রামে। ট্রলারে থাকা ব্যক্তিরা জানায়, পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা থেকে গাছের চারা বোঝাই করে ট্রলারটি পোনা নদী দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি টিপু-১২ ও এমভি ফারহান-১০ পাল্লা দিয়ে নদী থেকে যাচ্ছিল।

লঞ্চ দু’টি উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় পৌঁছানোর পর এমভি টিপু-১২ গাছের চারা বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। এরপর সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রশিদ।

আরও পড়ুন: ভিক্ষা করতে নদী সাঁতরে বাংলাদেশে ভারতীয় নাগরিক!

এছাড়া গুরুতর আহত কাঠালিয়া উপজেলার গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারকে (৬০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৩ জন ভান্ডারিয়ায় চিকিৎসাধীন রয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version