Site icon Jamuna Television

এবার দুর্ঘটনার কবলে শামি

ব্যক্তিগত জীবনের নানান জটিলতা ভারতীয় পেসার মোহাম্মদ শামির পিছু ছাড়াছে না। স্ত্রী হাসিন জাহানের করা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ক’দিন আগেই রেহাই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যদিও হাসিনের অপরাপর অভিযোগের ভিত্তিতে পুলিশের রুজু করা মামলা থেকে সহসা রেহাই পাওয়ার সম্ভাবনা না থাকলেও ক্যারিয়ার নিয়ে দেখা দেওয়া শঙ্কাটি অন্তত কেটে গেছে।

শামির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ণ করেছে বোর্ড। চুক্তি বাবদ তিনি বছরে ৩ কোটি রুপি পাবেন। আগামী  মাসের শুরু হতে যাওয়া আইপিএল-এ খেলা নিয়েও থাকছে না কোনো অনিশ্চয়তা।

কিন্তু এবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ভারতের জাতীয় দলের এই তারকা পেসার।

দেরাদুনে গত কয়েক দিন বিশ্রাম নিচ্ছিলেন তিনি। পাশাপাশি অভিমন্যু ক্রিকেট একাডেমিতে অনুশীলনও করেছিলেন।

সেখান থেকে দিল্লিতে ফেরার পথে শনিবার এই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ভারতীয় বিভিন্ন গণ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ শামির গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। আহত শামি’র মাথায় দশটি সেলাই দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর নয়, এবং তিনি আশঙ্কামুক্ত।

বর্তমানে তিনি দেহরাদূনেই রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version