Site icon Jamuna Television

বাইক দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে নিজেই বাইক চালাচ্ছিলেন ওয়ার্ন। কিন্তু বাইক থেকে ছিটকে ১৫ মিটারের বেশি দূরে ছিটকে পড়েন তিনি।

৫২ বছর বয়সী ওয়ার্ন কারও সাহায্য ছাড়াই হাসপাতালে গিয়েছিলেন। তার মনে হচ্ছিল, কোমর আর পায়ের হাড় হয়তো ভেঙেছে। কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন যা ভেবেছিলেন আঘাতটা সে ধরনের গুরুতর নয়।

অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, এখন ভালো আছি। তবে প্রচণ্ড ব্যথা সারা শরীরে। প্রথমে তো মনে হচ্ছিল কোমর আর পায়ের হাড় ভেঙেছে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বেশ কয়েক জায়গায় কেটে গেছে, এই যা।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলে ৭০৮টি উইকেট তার। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি এই কিংবদন্তি খেলা ছাড়ার পর ধারাভাষ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন। আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গ্যাবায় শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও তার ধারাভাষ্য দেয়ার কথা রয়েছে। রোববারের দুর্ঘটনা সেটি কিছুটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেও ওয়ার্ন আশাবাদী তিনি গ্যাবায় যেতে পারবেন।

ইউএইচ/

Exit mobile version