Site icon Jamuna Television

সাউথ বাংলার সাবেক চেয়ারম্যান আমজাদের ৫ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অর্থপাচারের অভিযোগের মামলায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সহযোগী তপু কুমারসহ ৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এই বিষয়ে ইমিগ্রেশন অথরিটিকে সতর্ক থাকার নির্দেশনাও জারি করা হয়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ওই ৫ জন আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু নিয়ম অনুযায়ী আগাম জামিন নিতে আদালতে উপস্থিত হবার কথা থাকলেও তারা হাজির হননি। আইনজীবী তাদের আদালতে উপস্থিত না হওয়ার কোনো ব্যাখ্যা দিতে না পারায় আগাম জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত।

সাবেক চেয়ারম্যান আমজাদ চৌধুরী ৩০ নভেম্বরের মধ্যে দেশে না আসলে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য দুদক আলাদা করে চিঠি দেবে।

এর আগে জালিয়াতি করে ঋণের নামে সাউথ বাংলা ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বলা হয়, চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ সৃষ্টি করে মোট ২০ কোটি ৬০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন এস এম আমজাদ হোসেনসহ অভিযুক্তরা।

Exit mobile version