Site icon Jamuna Television

লোকসভায় ভারতের কৃষি আইন বিলোপের প্রস্তাব পাস

ছবি: সংগৃহীত

অবশেষে লোকসভায় পাস হলো ভারতের বিতর্কিত ৩টি কৃষি আইন বিলোপের প্রস্তাব। হ্যাঁ/না ভোটের মাধ্যমে পাস হয় কৃষি আইন বিলোপের প্রস্তাব।

সোমবার সকালে শুরু হয় শীতকালীন অধিবেশন। প্রথম দিনই তোলা হয় বিতর্কিত কৃষি আইন বিলোপের প্রস্তাব। উত্থাপন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এ সময় ক্ষমতাসীন এবং বিরোধী দল, দু’পক্ষকেই আলোচনার অনুমতি দেন স্পিকার। এ সময় শুরু হয় তুমুল হট্টগোল।

আন্দোলনের সময় সহিংসতায় নিহত কৃষকদের তালিকা তৈরি এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায় কংগ্রেস। এর পাল্টা প্রতিবাদ জানান বিজেপির আইনপ্রণেতারা।

কৃষক জোট এবং বিরোধীদলের তীব্র বাধার মুখে গেলো বছর আইনগুলো পাস করানো হয় পার্লামেন্টে। ১৯ নভেম্বর মোদি ঘোষণা দেন- বিলুপ্ত করা হবে বিতর্কিত ৩টি কৃষি আইন। তবে কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন বহাল রাখার ঘোষণা দিয়েছিলেন কৃষকরা।

ইউএইচ/

Exit mobile version