Site icon Jamuna Television

‘আইনি পদক্ষেপ মেনে যেকোনো দেশে চিকিৎসা করাতে পারবেন খালেদা জিয়া’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

আইনি পদক্ষেপ মেনে বিশ্বের যেকোনো দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। চাইলে যেকোনো দেশ থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করানো যাবে।

এর আগে, ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয়া সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, কিছু জায়গায় সহিংসতা হলেও উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনে বিজয়ীদের সীমিত পরিসরে উদযাপনের আহ্বান জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version