Site icon Jamuna Television

ইথিওপিয়ায় তুমুল লড়াইয়ের পর শিফরা শহর পুনরুদ্ধার করলো সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের সাথে তুমুল লড়াইয়ের পর আফার প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ‘শিফরা’ পুনরুদ্ধার করলো ইথিওপিয়ার সরকারি বাহিনী।

রোববার (২৮ নভেম্বর) টু্‌ইটারে বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম। যদিও অভিযানের ব্যাপারে বিস্তারিত জানায়নি তাদের রাষ্ট্রায়াত্ব গণমাধ্যমটি।

জানা যায়, গত শুক্রবার ‘শিফরা’ নামের শহরটি দখলে নেয় সেনারা। গেল এক বছরে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছে কর্তৃপক্ষ। আমহারা ও আফার প্রদেশের সীমান্তে অবস্থিত এ শহরটি। তবে অঞ্চলটিতে হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে, গত জুলাইয়ে অঞ্চলটি দখলে নেয় বিদ্রোহীরা। এরপর থেকে বাস্তুচ্যুত হন সেখানকার হাজার হাজার বাসিন্দা। মানবিক সংকটও দেখা যায় সেখানে। দুর্ভিক্ষও দেখা দিয়েছে অঞ্চলটি জুড়ে।

Exit mobile version