Site icon Jamuna Television

‘ভেনেজুয়েলায় নির্বাচনে পর্যবেক্ষণের নামে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে ইইউ’

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় নির্বাচনে পর্যবেক্ষণের নামে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

রোববার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাদুরো।

মাদুরো তার ভাষণে বলেন, নির্বাচনে পর্যবেক্ষণের নামে ভেনেজুয়েলা জুড়ে নজরদারি চালাচ্ছে এসব ইউরোপীয় প্রতিনিধিরা। অনিয়মের ব্যাপারে তারা একটি প্রমাণও দেখাতে পারবে না। ক্ষোভ জানিয়ে মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার অর্থনীতি, সংস্কৃতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ওপর নজরদারি চালাচ্ছে ইউরোপ।

গত ২১ নভেম্বর ভেনেজুয়েলায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় চার বছর পর অংশগ্রহণ করে বিপক্ষ দল। কিন্তু ফলাফলে নিরঙ্কুশ বিজয় লাভ করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করে বিরোধী দল।

নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১ হাজার পর্যবেক্ষক অংশ নেন। প্রায় ১৫ বছর পর দেশটিতে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠালো ইইউ। প্রতিবেদনে ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধীদের ওপর চাপ, প্রচারণায় প্রশাসনকে ব্যবহার এবং ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আনা হয়।

Exit mobile version