Site icon Jamuna Television

ঢাকা টেস্টেই ফিরছেন সাকিব!

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টেই কি ফিরছেন সাকিব আল হাসান? মিরপুরে নিজের ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। যেখানে ফিটনেসে উন্নতি হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের।

আজ সোমবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তবে ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন কিনা তা নিশ্চিত করেনি বিসিবি। মিরপুর টেস্টে সাকিবকে পাওয়ার প্রতাশা কোচ রাসেল ডোমিঙ্গোরও। এখন তার ফিটনেস টেস্টের রিপোর্টের অপেক্ষায় টিম ম্যানেজমন্ট।

দেবাশিষ চৌধুরী বলেন, সাকিব আজ ফিটনেস পরীক্ষা দিয়েছে। অনেকখানি উন্নতি হয়েছে। এখন আমরা রিপোর্টটা টিম ম্যানেজমেন্টকে পাঠাব। শেষ সিদ্ধান্তটা ওনারাই নেবে।

আরও পড়ুন: দ্বিতীয় পাকিস্তানি জুটি হিসেবে যে রেকর্ড গড়লেন আবিদ-শফিক

চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে ৭ উইকেট নেয়া তাইজুল ইসলাম তৃতীয় দিন শেষে বলেছিলেন, সাকিব ভাই না থাকলে তার ভূমিকা আমাকে পালন করতে হয়। রান আটকানোর একটা চাপ থাকে, উইকেট নেওয়ারও একটা চাপ থাকে। এই ভূমিকাগুলোই পালন করছি আরকি। উইকেটও নিতে হবে, রানও কম দিতে হবে।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৪ ডিসেম্বর মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। চলমান প্রথম টেস্টের পঞ্চম ও শেষদিন আগামীকাল।

Exit mobile version