Site icon Jamuna Television

সেনাবাহিনী প্রধানের সাথে জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার’র সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার এ্যাডমিরাল আদনান ওজবাল আজ সোমবার (২৯ নভেম্বর) সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কীভাবে ঢুকলো

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।

Exit mobile version