Site icon Jamuna Television

ডিসেম্বরে আসছে রণবীরের ‘৮৩’

রনবীর সিংয়ের আসন্ন সিনেমা '৮৩' এর পোস্টার।

ভারতীয় কিংবদন্তি ও দেশটির হয়ে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে নির্মিত ‘৮৩’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ক্রেজ রণবীর সিং। আর ফিল্মফেয়ার জানিয়েছে ৮৩’র ট্রেলার মুক্তি দেয়া হবে আগামী ৩০ নভেম্বর।

এই সিনেমায় অভিনয়ের জন্য রণবীর সিংকে চেহারায় আনতে হয়েছে পরিবর্তন, আলাদা করে শিখতে হয়েছে ক্রিকেট। বিশেষ করে কপিল দেব কীভাবে বোলিং-ব্যাটিং করতেন তার সবটাই রণবীর শিখেছেন এ সিনেমার জন্য। এমনকি তাকে সাহায্য করতে সিনেমার শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন স্বয়ং কপিল দেব। এ সিনেমায় কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

৮৩’র পরিচালক কবীর খান বলেন, ৮৩ কখনোই ওটিটিতে মুক্তি পাবে না। কপিল দেবের বায়োপিক আর ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্পটি বানিয়েছি শুধু বড় পর্দার জন্যই।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে।

/এসএইচ
 

Exit mobile version