Site icon Jamuna Television

কাউন্সিলর সোহেল হত্যা মামলার ২ আসামি ক্রসফায়ারে নিহত

নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেল। ফাইল ছবি।

কুমিল্লায় প্রকাশ্যে গুলি করে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ সাব্বির হোসেন ও সাজনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি ও কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে তারা।

আরও পড়ুন : কাউন্সিলর সোহেল হত্যা: নতুন ভিডিও দেখে শনাক্ত আরেক আসামি

২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সোহেলসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসএইচও

Exit mobile version