Site icon Jamuna Television

দাড়ি শেভ করার পরই গালে জ্বালাপোড়া? জেনে নিন করণীয়

ছবি: সংগৃহীত।

যারা করপোরেট অফিসে কাজ করেন, প্রায় প্রত্যেকেরই মুখের দাড়ি গোঁফ রাখতে হয় সাফ। ফলে রোজ রোজ শেভ করার কারণে গালের ত্বক খসখসে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শীতকালে শেভ করার পরই গালে জ্বালা-পোড়া হওয়া শুরু হয়। এ থেকে বাঁচতে বেশ কয়েকটি পরামর্শ মেনে চললে নিস্তার পাওয়া সম্ভব।

১) ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখুন। সকালে দাড়ি কামানোর পরিকল্পনা থাকলে আগের রাতে মুখে ভালোভাবে ময়শ্চারাইজার মাখুন। এদে ত্বক আর্দ্র থাকবে।

২) তুলনামূলক লম্বা দাড়ি কাঁচি দিয়ে প্রথমে ছেঁটে নিন। লম্বা দাড়িও রেজার দিয়ে কাটতে গেলে গালের এক-একটি অংশে একাধিক বার ব্লেড ছোঁয়াতে হবে। ফলে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা বেশি থাকবে।

৩) দাড়ি কামানোর সময়ে কোন ক্রিম ব্যবহার করেন? চেষ্টা করুন, যে সব ক্রিমে বেশি ফেনা হয়, তা ব্যবহার করতে। তবে ত্বক মোলায়েম থাকবে।

৪) দাড়ি কাটার পর অবশ্যই অ্যালোভেরা জেল বা ভারী কোনো ময়শ্চারাইজার গালে মাখুন। তা হলে প্রথমেই অনেকটা নিয়ন্ত্রিত হবে জ্বালা ভাব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version