Site icon Jamuna Television

চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সংগঠনটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ডিআরইউর এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন। ভোটারদের সুবিধার জন্য বসানো হয়েছে ২০টি বুথ। সকাল ৯টা থেকেই কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়।

এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দুটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ১৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী।

/এসএইচও

Exit mobile version