Site icon Jamuna Television

চীনের কারাগার থেকে পালালেন উত্তর কোরীয়, ভিডিও ভাইরাল

মাত্র ৪০ সেকেন্ডে কারাগারের দেয়াল বেয়ে ইলেকট্রিক তারে ঘেরা ছাদে উঠে যান ঝু জিনজিয়ান।

যেন সিনেমার কোনো দৃশ্য। চীনের কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালালেন এক উত্তর কোরীয় নাগরিক।

পালানোর ৪০ দিন পর আবার আটক করা হয়েছে ৩৯ বছর বয়সী ঝু জিয়ানজিয়ানকে। প্রায় দেড় মাস আগে জিয়ানজিয়ানের পালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সম্প্রতি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, মাত্র ৪০ সেকেন্ডে কারাগারের দেয়াল বেয়ে ছাদে উঠে যান ঝু। ইলেকট্রিক তারের বেড়া দিয়ে ঘেরা ছিল ছাদ। কয়েকবারের চেষ্টায় সেটাও পার হয়ে লাফিয়ে পড়েন নিচে। কিছু সময়ের জন্য পড়ে থাকার পর আবার শুরু করেন দৌঁড়। পালিয়ে যান কমপাউন্ডের বাইরে।

আরও পড়ুন : মিথ্যা শনাক্তে ‘সবচেয়ে নির্ভুল’ যন্ত্র আবিষ্কার ইসরায়েলের

এদিকে ঝুয়ের খোঁজ দেয়ার জন্য ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছিল চীনের পুলিশ। ২০১৩ সালে অবৈধভাবে উত্তর কোরিয়া থেকে চীনে প্রবেশ ও ডাকাতির ঘটনায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ঝু।

/এসএইচও

Exit mobile version