Site icon Jamuna Television

কাল থেকেই বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের হাফভাড়া নেয়ার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। সংগঠনের মহাসচিব জানান, আগামীকাল থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বা সাপ্তাহিক ছুটির দিন হাফ ভাড়া নেয়া হবে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া নিয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা জানান। তিনি বলেন, হাফভাড়ার জন্য শিক্ষার্থীদের বাসে আইডি কার্ড দেখাতে হবে। এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব রামপুরায় গতকাল বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : ‘শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ১২০টির বেশি পরিবহন মালিকদের সাথে কথা বলে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধুমাত্র ঢাকার জন্য জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। বলা হয়, কোনোভাবেই ঢাকার বাইরে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

/এসএইচও

Exit mobile version