Site icon Jamuna Television

ব্যাটিং শুরুর প্রথম ঘণ্টায়ই ম্যাচ থেকে ছিটকে গেছি আমরা: মমিনুল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে পরাজয়ের পেছনে টপ অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। বলেছেন, ব্যাটিং শুরুর প্রথম ঘণ্টায়ই ম্যাচ থেকে ছিটকে গেছি আমরা।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মমিনুল হক বলেন, আমার ধারণা, ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায়ই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। এটা দুই ইনিংসের জন্যই প্রযোজ্যI প্রথম ইনিংসে লিটন দাস ও মুশফিকুর রহিম ব্যাটিং বিপর্যয়কে সামাল দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও প্রত্যাশামাফিক হয়নি আমাদের। নতুন বল মোকাবিলা করায় দক্ষতার পরিচয় দিতে হবে আমাদের।

টপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতা নতুন কিছু নয়। আর এই টেস্টে দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের টপ অর্ডার। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের সম্মিলিত রান ৩৪৯। অন্যদিকে, বাংলাদেশের প্রথম চার ব্যাটার সাইফ হাসান, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মমিনুল হকের দুই ইনিংস মিলিয়ে সম্মিলিত রান ৬৭ রান। মমিনুল হকের বক্তব্য তাই সর্বৈব সত্য। এবার সমস্যার সমাধানেও নেতৃত্ব দেবেন মমিনুল, সেটিই চাওয়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

Exit mobile version