Site icon Jamuna Television

ঘাটাই‌লে ঋণ খেলাপীর দা‌য়ে শেষ মুহূর্তে নৌকা ম‌নোনীত প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

মনোনয়নপত্র বাতিল হওয়া নৌকা ম‌নোনীত প্রার্থী ইকবাল খা‌ন।

শামীম আল মামুন, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে চতুর্থ ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে নৌকা ম‌নোনীত প্রার্থী ইকবাল খা‌নের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হ‌য়ে‌ছে। সোমবার (২৯ ন‌ভেম্বর) প্রার্থী‌দের ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই‌ শে‌ষে ঋণ খেলাপীর দা‌য়ে তার ম‌নোনয়নপত্র বা‌তিল ক‌রে নির্বাচন কর্মকর্তা।

উপ‌জেলা নির্বাচন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, নৌকা প্রতী‌কের প্রার্থী ইকবাল খা‌ন উপ‌জেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখা থেকে ২২ লাখ টাকা ঋণ নেন। যা তি‌নি নির্বাচ‌ন ম‌নোনয়নপত্র জমা দেয়ার আ‌গে প‌রি‌শোধ ক‌রেন‌নি। ফ‌লে নির্বাচন ক‌মিশন ঋণ খেলাপীর দা‌য়ে তার ম‌নোনয়নপত্র বা‌তিল ক‌রে।

আরও পড়ুন: গাইবান্ধায় ইউপি নির্বাচনে জয়ী হলেন স্বামী-স্ত্রী

দিঘলকা‌ন্দি ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য মো. আরিফুল ইসলাম (গনি) জানান, দিঘলকা‌ন্দি ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে নৌকা প্রতী‌কের প্রার্থী ইকবাল খানসহ স্বতন্ত্র আ‌রও তিনজন প্রার্থী নির্বাচ‌নে অংশগ্রহণ ক‌রে‌ছে। ত‌বে নৌকা প্রতী‌ক প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তি‌লের বিষয়‌টি জানা নেই।

এ নিয়ে ঘাটাইল উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো. ম‌হিউ‌দ্দিন জানান, যাচাই-বাছাই শে‌ষে জনতা ব্যাংকে ঋণ খেলাপীর দা‌য়ে নৌকা ম‌নোনীত প্রার্থী ইকবাল খা‌নের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হ‌য়েছে।

এসজেড/

Exit mobile version