Site icon Jamuna Television

পাকিস্তানে কোরান পোড়ানোর জেরে থানায় আগুন দিলো জনতা

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ধর্ম অবমাননার জেরে একটি থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কোরান পোড়ানোর ঘটনায় অভিযুক্তকে থানা থেকে বের করে নিজেরাই শাস্তি দেয়ার উদ্দেশে স্থানীয় সময় গত রোববার (২৮ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রায় ৫ হাজার উত্তেজিত জনতার উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, কোরান শরীফ পুড়িয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে আটক ব্যক্তিকে মারার জন্য থানায় জড়ো হয় হাজারো মানুষ। পরে তাকে ছিনিয়ে নিতে না পেরে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় পুড়ে যায় অন্তত ৩০টি গাড়ি ও বেশ কয়েকটি ভবন। এ ছাড়া পাশের চেকপোস্টেও আগুন দেয় বাসিন্দারা।

নিরাপত্তার কারণে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং ধর্ম সম্পর্কে কিছু প্রকাশ করেনি পুলিশ। কেন কোরান পুড়িয়েছেন ওই ব্যক্তি তা জানতে তদন্ত চলছে।

Exit mobile version