Site icon Jamuna Television

নেতাকর্মীর ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ (ভিডিও)

চট্টগ্রাম ব্যুরো:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাকলিয়া কালা‌মিয়া বাজারস্থ কে বি কনভেনশন হলে বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির নেতারা কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মঞ্চটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। সমাবেশে প্রধান অতিথি এসে পৌঁছানোর আগেই ভেঙে যায় মঞ্চ।

আরও পড়ুন: হাফভাড়া দিতে পারবে না ঢাকার বাইরের শিক্ষার্থীরা

এসময় মঞ্চে ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অনেকেই।

এর আগে ৮ দিনের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে আজকে সমাবেশ করছে দলটি।

Exit mobile version