Site icon Jamuna Television

সার্থকের জন্য সাহায্য চাইলেন তাসকিন আহমেদ

সার্থকের জন্য সাহায্যের আবেদন করলেন তাসকিন।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪ বছরের শিশু সার্থকের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ।

শিশু সার্থক আক্রান্ত হয়েছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল রোগে। তাসকিন আহমেদ জানান, পৃথিবীতে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা মাত্র চারজন। তাই এই রোগের চিকিৎসাও অত্যন্ত অপ্রতুল ও ব্যয়বহুল। সার্থককে সব সময় ডাক্তারদের পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে থাকতে হচ্ছে। এই শিশুর মা-বাবা তাদের সর্বস্ব দিয়েই চিকিৎসার ব্যয় যোগান দিয়ে যাচ্ছেন। তবে এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান মানুষ’সহ সকলেই যদি নিজেদের অবস্থান থেকে শিশু সার্থকের পাশে দাঁড়ান, তবেই হয়তো বিরল রোগটিকে পরাজিত করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সার্থক।

মানবতার ডাকে সাড়া দিয়ে এই শিশুটির জন্য সাহায্য এবং দোয়া করার আহ্বান জানান জাতীয় দলের পেসার তাসকিন।

/এম ই

Exit mobile version