Site icon Jamuna Television

আইপিএলে নিষিদ্ধ হতে পারেন লোকেশ রাহুল ও রশিদ খান

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল এবং আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের অভিযোগে এমন শাস্তির মুখে পড়তে পারেন এ দুই ক্রিকেটার। গেল মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন রশিদ খান এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। এই দুইজনই ছিলেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

আইপিএলের নিয়ম অনুযায়ী, এই দুই ফ্র্যাঞ্চাইজির সাথে তাদের চুক্তি এখনো শেষ হয়নি। তবে চুক্তি শেষ হওয়ার আগেই আগামী মৌসুমের জন্য লখনোউ ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা করেছেন এ দুই ক্রিকেটার। আর এ ব্যাপারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ দুই ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের কাছে অভিযোগ করায়, এখন শাস্তির মুখে পড়তে পারেন এ দুই ক্রিকেটার।

তাছাড়া বিসিসিআইয়ের কাছে লখনোউ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও অভিযোগ করেছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বিসিসিআই জানিয়েছে, তারা এখনও লিখিত কোনো অভিযোগ না পেলেও মৌখিক অভিযোগ সম্বন্ধে অবগত রয়েছে।

Exit mobile version