Site icon Jamuna Television

সৃজিত এতো বড় পরিচালক, আমার ধারণাই ছিল না: মিথিলা

ছবি: সংগৃহীত

সৃজিত মুখার্জি কলকাতার এতো বড় মাপের পরিচালক তা আমার ধারণাতেই ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিথিলা এ কথা জানিয়েছেন।

এ সময় মিথিলা বলেন, সৃজিতের সাথে যখন কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই কথা বলতেন তারা। কখনও ভাবেননি তাদের সম্পর্কটা পাকাপোক্ত হতে যাচ্ছে।

সৃজিতই মিথিলাকে ফেসবুকে নক করেছেন জানিয়ে মিথিলা আরও বলেন, সৃজিতের ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে? আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম এটি আসলেই সৃজিতের প্রোফাইল। তারপর ভাগ্যে যা ছিল তাই হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় হয় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির। ওই বছরই ৬ ডিসেম্বর প্রণয়ে বাঁধা পড়ে সৃজিলা হন এই দম্পতি।

ইউএইচ/

Exit mobile version