Site icon Jamuna Television

আফগানিস্তান ক্রিকেটে শেষ হচ্ছে ক্লুজনার-অধ্যায়

ছবি: সংগৃহীত

ল্যান্স ক্লুজনারের অধ্যায় শেষ হচ্ছে আফগানিস্তান ক্রিকেটে। ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের।

আফগানিস্তানের হেড কোচ পদে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের জাতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ক্লুজনারের অধীনে ভালো খেলছিল আফগানিস্তান। টেস্ট ক্রিকেট তিন ম্যাচে একটি, ওয়ানডেতে ছয় ম্যাচে তিনটি এবং টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে নয়টি জয় পেয়েছে তারা।

দলের সাথে দুই বছরে ভালো সময় পার করার কথা জানান সাবেক এই মারকুটে প্রোটিয়া অলরাউন্ডার। কোচিং ক্যারিয়ারের পরের অধ্যায় এবং নতুন সুযোগ তৈরির কথা জানিয়েছেন ১৯৯৯ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেট ইতিহাসে নিজের নাম অমর করে ফেলা ল্যান্স ক্লুজনার।

Exit mobile version