Site icon Jamuna Television

বয়স লুকাতে ‘ভুয়া’ পরিচয়পত্রের ব্যবহার, ছাত্রলীগ থেকে অব্যাহতি

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন। ছবি: সংগৃহীত

নানা অভিযোগ থাকায় ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে ঠিক কী অভিযোগে এ সিদ্ধান্ত, সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলেননি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ সিদ্ধান্তের কথা জানান।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতির পদে নির্ধারিত বয়সের বাধ্যবাধকতা আছে। কিন্তু ইব্রাহিমের বয়স বেশি থাকায় তিনি প্রকৃত পরিচয়পত্র জমা না দিয়ে ‘ভুয়া’ পরিচয়পত্র জমা দিয়েছিলেন। এছাড়া একাধিক হামলা-মারধরের ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম হোসেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দেশের মানুষ আপনাদের রেহাই দিবে না: ফখরুল

সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইউরোপে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ইব্রাহিম। সম্মেলন থেকে ফেরার দিন তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সেদিন এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

Exit mobile version