Site icon Jamuna Television

বারবাডোজে ব্রিটিশ অধ্যায়ের সমাপ্তি

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিলো বারবাডোজ। এখন থেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত হলো মাত্র ৩ লাখ বাসিন্দার দেশটি।

রোববার রাজধানী ব্রিজটাউনে রানির ছেলে প্রিন্স চার্লসের উপস্থিতিতে দ্বিতীয় এলিজাবেথের নাম ছেঁটে ফেলা হয়। এর মাধ্যমে মুক্ত হলো ঔপনিবেশিকতার শেষ বন্ধন থেকেও। প্রায় ৪শ’ বছরের ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণার ৫৫ বছর পর এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক বলছে দ্বীপ দেশটি।

সংসদীয় গণতান্ত্রিক দেশটিতে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের মতো পদ থাকার পরও হেড অব স্টেট বা রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। যদিও বারবাডোজের এমন সিদ্ধান্তে কোনো আপত্তি জানায়নি ব্রিটেন।

ইউএইচ/

Exit mobile version