Site icon Jamuna Television

যুক্তরাজ্যে ওমিক্রন মোকাবেলায় অল্পবয়সীদেরও দেয়া হচ্ছে বুস্টার ডোজ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ১৮ থেকে ৩৯ বছর বয়সী সবাইকে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে যুক্তরাজ্য। আগে থেকেই বয়স্কদের দেয়া হচ্ছিলো ‌এই টিকা।

সোমবার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায় দেশটির টিকা বিষয়ক কমিটি।

ব্রিটেনে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ মানুষকে দেয়া হয়েছে করোনার বুস্টার ডোজ। এছাড়া ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ১২ সপ্তাহের ব্যবধানে দেয়া হচ্ছে ফাইজারের দ্বিতীয় ডোজ। সংক্রমণ ঠেকাতে একই সাথে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। জনসমাগম এড়াতে দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনাও।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন

যুক্তরাজ্যের ভ্যাকসিন বিষয়ক কমিটির প্রধান উই সেন লিম জানান, আগে শুধু বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হতো। এখন ১৮ থেকে ৩৯ বছর বয়সী সবাইকে দেয়ার পরামর্শ দিয়েছি। আগের চেয়েও কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। তবে যারা বেশি ঝুঁকিতে তাদের আগে সরবরাহ করা হচ্ছে। আশা করছি, মহামারির এই উচ্চ ঝুঁকি কাটিয়ে উঠতে পারবো।

Exit mobile version