Site icon Jamuna Television

‘সাবেক নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে খুন করেছে তালেবান’

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাবেক নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা অথবা গুম করেছে তালেবান। মঙ্গলবার এমন ভয়াবহ তথ্য দিলো মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচের দাবি- আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময়ই তালেবান ৪ প্রদেশে এসব হত্যাকাণ্ড ঘটায়। প্রদেশগুলো হলো- গজনি, হেলমান্দ, কুন্দুজ এবং কান্দাহার।

অথচ আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকার, পুলিশ-সেনা এবং মার্কিন দোভাষীদের সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। তারপরও নির্মম পরিণতি বরণ করতে হয়েছে অনেককে। অবশ্য প্রতিবেদনটি প্রকাশের পর তালেবানের এক মুখপাত্র প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছেন।

আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গেলো আগস্টে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই দেশটিতে পুনরায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে তালেবান।

ইউএইচ/

Exit mobile version