Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় আবারও সাড়ে ৭ হাজার মৃত্যু

ছবি: প্রতীকী

এক সপ্তাহের ব্যবধানে করোনায় দিনে আবারও সাড়ে ৭ হাজার মৃত্যু দেখলো বিশ্ব। মোট প্রাণহানি ৫২ লাখ ৩২ হাজারের বেশি।

দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৪শ’র বেশি মানুষ মারা গেছেন মঙ্গলবার। দু’মাস পর আবারও দিনে শনাক্ত হলো লাখের বেশি সংক্রমণ।

এদিন করোনায় ১২শ’র বেশি মৃত্যু লিপিবদ্ধ করেছে রাশিয়া। এছাড়া পোল্যান্ড ও ইউক্রেনে সাড়ে ৫শ’, জার্মানিতে ৪৮৫ ও ব্রাজিলে ৩২৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভারতে কিছুটা স্থিতিশীল মহামারি পরিস্থিতি। কমে এসেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের পরিমাণ। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৩০ লাখের বেশি।

ইউএইচ/

Exit mobile version