Site icon Jamuna Television

এবার ব্রাজিলে শনাক্ত ওমিক্রন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকা ও এশিয়ার দুটি দেশসহ এবারে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। জানানো হয়, দু’জন মিশনারির শরীরে শনাক্ত হয়েছে ওমিক্রন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর তথ্য মতে, গত ২৩ নভেম্বর আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলোতে যান। বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা নেগেটিভ সনদ ছিল। তবে সাও পাওলো থেকে ফেরার সময় বিমানবন্দরে আবারও পরীক্ষা করা হলে এই দম্পতির শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়ে।

আরও পড়ুন:  ঢাকার অনুরোধে বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকা থেকে সরালো ভারত

এ নিয়ে সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন জানান, ওমিক্রন শনাক্ত হওয়া ওই দম্পতি করোনার টিকা নিয়েছিলেন কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।

এ দিকে, করোনার নতুন এই ধরনটিকে ‘উদ্বেগজনক’ বললেও বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে করোনাকে সেভাবে নিয়ন্ত্রণে আনা যায় না। এর বদলে বিজ্ঞান সম্মতভাবে স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

এসজেড/

Exit mobile version