Site icon Jamuna Television

স্ট্রোক করে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি।

নোয়াখালী প্রতিনিধি:

এইচএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এরই মধ্যে গত সোমবার রাতে স্ট্রোক করে মৃত্যু হয়েছে মারিয়া সুলতানা আঁখি নামের এক এইচএসসি পরীক্ষার্থীর। এ ঘটনায় শোক নেমে এসেছে আখির নির্মাণশ্রমিক বাবাসহ পুরো পরিবারের ওপর।

আঁখি চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের শোশালিয়া গ্রামের আলা উদ্দিনের মেয়ে। সোমপাড়া মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।

আরও পড়ুন: জয়ের পর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন নারী ইউপি সদস্য

আঁখির চাচা লিটন মিয়া জানান, পরীক্ষার প্রস্তুতি হিসেবে সে রাত জেগে পড়াশোনা করত। সোমবার রাত ২টার দিকে পরিবারের সদস্যরা দেখতে পায় আঁখি বাড়ির টিউবওয়েলের পাশে পড়ে আছে। তারপর তাকে চাটখিলের ডাক্তার নোমান হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহিউদ্দিন আঁখির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন , মাত্র এক দিন আগে কলেজে তাদের বিদায় অনুষ্ঠান হলো। সেখানে সেও ছিল। কে জানতো এই বিদায়ই তার শেষ বিদায়।

Exit mobile version