ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা দায়ের করলো মিয়ানমার জান্তা। অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তদের।
গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি (MRTV) সম্প্রচার করে এ তথ্য। তারা জানায়, রাষ্ট্রীয় অর্থে হেলিকপ্টার ক্রয় এবং ভাড়া করা সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়েছিলেন শীর্ষ দুই নেতা। যা দুর্নীতি দমন বিরোধী আইনের স্পষ্ট লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই রাজনৈতিক নেতাকে।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় সু চিকে। গৃহবন্দি সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টার বিরুদ্ধে দেয়া হয় ডজন খানেক মামলা। যার অন্যতম হচ্ছে, বিক্ষোভে উসকানি প্রদান এবং কোভিড নীতিমালা লঙ্ঘনের অভিযোগ। গত মঙ্গলবার এই মামলাগুলোর রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায় ঘোষণার তারিখ হঠাৎই পিছিয়ে দেয়া হয় এক সপ্তাহ।

